বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনের ইঞ্জিনের তেল চুরির সময় আটক চালকসহ ৩ জন

 প্রকাশিত: ১৪:২৫, ১৮ মে ২০২০

ট্রেনের ইঞ্জিনের তেল চুরির সময় আটক চালকসহ ৩ জন

গত রোববার বিকেলে পার্বতীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে হলদিবাড়ী রেল গেটে হাতেনাতে লোকোমোটিভের চালক, সহকারী চালক ও চোরাই তেলের ক্রেতাসহ তিনজনকে আটক করেন পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

আটক তিনজন হলেন লোকোমোটিভের চালক মো. সেলিম (৩৮), সহকারী চালক মো. উজ্জল হোসেন (২৮) ও চোরাই তেলের ব্যবসায়ী মো. হাছান আলী।

রেলওয়ে সূত্র জানায়, পিকে ৭ আপ জ্বালানি তেলবাহী ট্রেন (ইঞ্জিন নং ৬৩১২) খুলনা থেকে পার্বতীপুরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্যরা আগে থেকে ঘটনাস্থলে উপস্থিত হন। বিকেলের দিকে ইঞ্জিন থামিয়ে ২১০ লিটার তেলসহ (বিশেষ ধরনের পলিথিনের বস্তা ভর্তি) হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: