বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

টিকা প্রদানে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল

 প্রকাশিত: ১৭:১৯, ২৬ জানুয়ারি ২০২১

টিকা প্রদানে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল

করোনার (কোভিড-১৯) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ জানান, টিকা দেয়ার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রাথমিক ড্রাই রান করা হবে।

তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এদিকে ভারত থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারে এরই মধ্যে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।  

মঙ্গলবার দুপুরে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, টিকার প্রতিটা লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল বুধবার এ টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: