মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়েছে সরকার

 প্রকাশিত: ১৯:২৭, ২০ অক্টোবর ২০২১

টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়েছে সরকার

করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়েছে সরকার। এখন থেকে আঠারো ঊর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বুধবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।

উল্লেখ্য, দেশে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্য সুযোগ রেখে করোনাভাইরাস টিকার নিবন্ধন শুরু হয়েছিল চলতি বছরের ২৬ জানুয়ারি। পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়, তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর, চতুর্থ দফায় ৩০ বছর করা হয় গত ১৯ জুলাই। এরপর গত ২৯ জুলাই বয়সসীমা আরো কমিয়ে ২৫ বছর করা হয়। এবার করোনার টিকা নিতে বয়স আরো কমানো হলো। তবে করোনাভাইরাস মহামারিতে সম্মুখ সারিতে যারা কাজ করছেন, তাদের জন্য এই বয়সসীমা প্রযোজ্য নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: