শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টানা ৪ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু বেনাপোল স্থলবন্দর

 প্রকাশিত: ১৬:৫৬, ১৬ অক্টোবর ২০২১

টানা ৪ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু বেনাপোল স্থলবন্দর

হিন্দুদের দূর্গা পুজা উপলক্ষে টানা ৪ দিন ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগদান করেছেন। ফলে কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে। শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ১৮৭ ট্রাক মালামাল আমদানি হয়েছে এবং রফতানি হয়েছে ৫৫ ট্রাক মালামাল।

গত ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর শারদীয় দূর্গা পুজার ছুটিতে বন্দর বন্ধ ছিল। বেনাপোল বন্দরের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানী-রফতানী বন্ধ ছিল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: