শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির চূড়ান্ত ফল প্রকাশ

 প্রকাশিত: ১৫:০০, ২৩ জুন ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির চূড়ান্ত ফল প্রকাশ

আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠানগুলোর চাকরির নিয়োগ ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে মোট দুই হাজার ১৮১ জনকে নিতে ফল প্রকাশ করা হয়েছে। ফল পাওয়া যাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে তিন পদে দুই হাজার ১৮১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেগুলোর মাঝে ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) পদের জন্য ১০৫৭ জন, ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ ইলেকট্রনিকস/ টেক) পদে ১০১৯ জন এবং ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ ল্যাব) পদে ১০৫ জনকে নিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত মে মাসের ৫ তারিখে। সেখানে আবেদনের যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: