বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জুলিয়ানির ফি দিচ্ছেন না ট্রাম্প

 প্রকাশিত: ১০:৫৩, ১৫ জানুয়ারি ২০২১

জুলিয়ানির ফি দিচ্ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আইনজীবী রুডি জুলিয়ানির ফি দিচ্ছেন না। এমনকি জুলিয়ানির ফোনকলও ধরা হচ্ছে না।

নিজ অপকর্মের ফল হিসেবে হোয়াইট হাউসে অনেকটাই নিঃসঙ্গ অবস্থায় ক্ষমতার শেষ সপ্তাহ কাটাচ্ছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, হোয়াইট হাউসের অবশিষ্ট কর্মকর্তারা এখন ওভাল অফিস এড়িয়ে চলছেন। শেষ মুহূর্তে পাশে কেউ না থাকায় রাগে-ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প।

নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি গত ৩ নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্পের মুখ্য আইনজীবী হিসেবে আবির্ভূত হন। নির্বাচনে কারচুপি-জালিয়াতির ভিত্তিহীন অভিযোগে যত ভুয়া মামলা হয়—তার সবকিছুর মূল কারিগর হয়ে ওঠেন জুলিয়ানি।

আদালতে একের পর এক ভুয়া মামলার আরজি ও তার শুনানির জন্য জুলিয়ানি ছুটে যান পেনসিলভানিয়া থেকে মিশিগানে। জর্জিয়া থেকে উইসকনসিনে। ছোটাছুটির একপর্যায়ে জুলিয়ানি নিজে ও তাঁর ছেলে করোনায় সংক্রমিত হন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: