বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মানিতে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

 প্রকাশিত: ১৯:২৩, ৩০ আগস্ট ২০২০

জার্মানিতে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মানির রাজধানী বার্লিনে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ বিক্ষোভ থেকে ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা করোনাভাইরাস বিধিনিষেধে নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারায় ও মাস্ক পরিধান না করায় পুলিশ এ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। শনিবারের ওই বিক্ষোভে যোগ দিতে শহরজুড়ে প্রায় ৩৮ হাজার প্রতিবাদকারী বার্লিনে জড়ো হয়।

জার্মান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিবাদ বিক্ষোভ প্রায় শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।

বান্ডেনবুর্গ গেটের কাছে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এদের কিছু অংশ পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারে। সেখান থেকে পুলিশ প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বার্লিন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এদের ‘চরমপন্থী’ বলে বর্ণনা করেছেন তিনি। এখানে সাতজন পুলিশও আহত হয়েছেন।

কাছেই পৃথক আরেকটি প্রতিবাদে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী যোগ দেয়। এই বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব বিধি মেনে চলায় তাদের প্রতিবাদ চালিয়ে যেতে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে শহরজুড়ে ৩ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়। প্রথমে বার্লিনের কর্তৃপক্ষ বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করলেও জার্মানির আঞ্চলিক আদালত রাতে নিষেধাজ্ঞা বাতিল করে প্রতিবাদকারীদের এগিয়ে যাওয়ার অনুমতি দেয়

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: