বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় সংসদে শূন্য হওয়া চারটি আসনে ইভিএমে ভোটগ্রহণ পরিকল্পনা ইসির

 প্রকাশিত: ১৭:২৬, ১৫ মে ২০২১

জাতীয় সংসদে শূন্য হওয়া চারটি আসনে ইভিএমে ভোটগ্রহণ পরিকল্পনা ইসির

জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো- ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও লক্ষ্মীপুর-২।

তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ থাকার কারণে এসব আসনে কখন ভোট হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

এমপি মো. আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন, এমপি আবদুল মতিন খসরু মৃত্যুতে কুমিল্লা-৫ আসন, এমপি মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসন ও কুয়েতের আদলতে দণ্ডিত হওয়ার কারণে স্বতন্ত্র এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বর্তমানে নির্বাচন কমিশনের কাছে সোয়া লাখের মতো ইভিএম আছে। নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে চলতি বছর ৩৫ হাজার ইভিএম মেশিন কেনার পরিকল্পনা করেছে ইসি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: