বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যেমন বাজেট কামনা করে ইসলামী দলগুলো

 প্রকাশিত: ০৮:১৯, ১ জুন ২০২১

যেমন বাজেট কামনা করে ইসলামী দলগুলো

করোনা মহামারিকালে মানুষের জীবন বাঁচাতে এবারের বাজেটে মেগা প্রকল্পে না গিয়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলো।

ইসলামি দলগুলোর কয়েকটি মনে করে, অর্থনীতি পুনরুদ্ধার করাই এবারের বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে ১২টি ইসলামিক দল। এর মধ্যে চারটি আছে আওয়ামী লীগের মহা জোটে। পাঁচটি দল আছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। দুটি দল ২০ দল থেকে বেরিয়ে গেছে। সব মিলিয়ে চারটি কোনো জোটে নেই।

বাজেটে শিক্ষা ও জনসম্পদ উন্নয়ন খাতে প্রধান্য চায় চরমোনাই পীরের দল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম রোববার পল্টনে দলীয় কার্যালয়ে বলেন, ঋণ ও অনুদাননির্ভর বাজেট থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা ও জনসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বাজেটের ১৫ শতাংশের মতো অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার পেছনে ব্যয় হচ্ছে। একে যুক্তিসংগত করতে হবে। এডিপি বাস্তবায়নের হার খুবই কম। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। প্রতিরক্ষা ব্যয় কমাতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: