বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছে প্রায় ২০ লাখ মানুষ

 প্রকাশিত: ২০:০৪, ১২ অক্টোবর ২০২১

চীনে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়েছে প্রায় ২০ লাখ মানুষ

চীনের উত্তরাঞ্চলীয় শাঞ্জি প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পযর্ন্ত গৃহহীন হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। প্রদেশটিতে ভারী বর্ষণের ফলে এখন পযর্ন্ত নিহত হয়েছেন ১৫ জন ও নিখোঁজ রয়েছেন তিনজন। এছাড়া প্রদেশটির ৭০ টি জেলা ও শহরে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

শাঞ্জিজুড়ে ১৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে স্থানান্তর ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে। একটি ভূমিধসে প্রাণ গেছে চার পুলিশ কর্মকর্তার। বন্যা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে প্রবল মৌসুমি বৃষ্টির পর প্রদেশের ৭০টি জেলা ও শহরজুড়ে ভূমিধস হয়। এতে বিপুলসংখ্যক বাড়িঘর ভেঙে পড়ে।

প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, অতিবৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে চলতি বছর বর্ষা মৌসুম দীর্ঘায়িত হচ্ছে। অতিবৃষ্টি ও ঝড় অব্যাহতভাবে চলছে বলে বাসিন্দাদের উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: