বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে আবারও বাড়ছে করোনা

 প্রকাশিত: ১১:২২, ৩ আগস্ট ২০২১

চীনে আবারও বাড়ছে করোনা

সর্বপ্রথম করোনা ভাইরাসের সূচনা হয়েছিল চীনে। আবারও এক বছর পরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার উৎপত্তিস্থল উহানে ফের আক্রান্তের খোঁজ মেলেছে। ফলে উহান প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষা করা হবে।

এদিকে আজ(৩ আগস্ট )এই সিদ্ধান্ধের কথা জানায় প্রশাসন। গতকাল সোমবার উহান প্রশাসনের তরফে জানানো হয়, অন্য শহর থেকে আসা শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এক বছর পরে এই ঘটনা ঘটেছে। তার পরেই সব বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। এই উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরে তা চীনের সীমান্ত পেরিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। যদিও সবার আগে চীনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। এক বছর পরে ফের সেখানে আক্রান্তের খোঁজ মিলল।

আবার এদিকে মঙ্গলবার চীনে ৯১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের সাফাই কর্মীদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়াচ্ছে দেশটি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: