শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চাকরি রক্ষায় বাধ্য হয়ে দাড়ি কাটতে হল ভারতের মুসলিম পুলিশকে

 প্রকাশিত: ১৬:৪৬, ২৬ অক্টোবর ২০২০

চাকরি রক্ষায় বাধ্য হয়ে দাড়ি কাটতে হল ভারতের মুসলিম পুলিশকে

দাড়ি না কাটার জেরে সাসপেন্ড করা হয়েছিল। কোনো আবেদন করেও লাভ হয়নি। এর ফলে শেষ পর্যন্ত দাড়িকে জলাঞ্জলি দিয়েই চাকরি ফিরে পেলেন ভারতের উত্তরপ্রদেশের এক সাব ইনস্পেক্টর ইন্তেসার আলি।

রোববার এই সংক্রান্ত একটি নোটিশ জারি করে তাকে কাজে পুর্নবহাল করার কথা জানানো হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর পুলিশ ম্যানুয়ালের ড্রেস কোড না মেনে দাড়ি রাখার জন্য বাগপত জেলার রামলালা থানার সাব ইনস্পেক্টর ইন্তেসার আলিকে সাসপেন্ড করা হয়েছিল। পুলিশ সুপার অভিষেক সিং তাকে তিনবার দাড়ি কাটার কথা বললেও গুরুত্ব দেননি ইন্তেসার।

এরপরই অনুমতি ছাড়া দাড়ি রাখার জেরে তাকে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমানে নিজের পুরনো অবস্থান থেকে সরে দাড়ি কাটতে রাজি হওয়ার পরেই তাকে ফের চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে।

এখন দাড়ি কাটতে রাজি হলেও সাসপেন্ড হওয়ার পর ওই পুলিশকর্মী ইন্তেসার আলি বলেছিলেন, ‘২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এখনো তার জবাব পায়নি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু, এত দিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: