শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চলতি বছরেই হতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 প্রকাশিত: ০৮:০৭, ১৬ জুলাই ২০২১

চলতি বছরেই হতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি স্বাভাবিক হলে এ বছরই সংক্ষিপ্ত পরিসরে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্ব্যক্তিক বিষয়ে এসএসসি ও  এইচএসসি পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

ডা. দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আবশ্যিক বিষয়ে মূল্যায়ন করা হবে না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। এ ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক বিষয় মূল্যায়ন করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: