শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু,আক্রান্ত ১৪৯

 প্রকাশিত: ১৪:৪৩, ২৩ জুন ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু,আক্রান্ত ১৪৯

 গত ১দিনে টাঙ্গাইল জেলায় তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ২২ শতাংশ।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন অফিসসূত্রে জানা যায়, ৪২৩টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী  ৬ হাজার ৫৪৪ জন। সেখানে মোট মৃত্যু বরণ করেছেন ১০৪ জন।

করোনা ভাইরাসের  সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে দুদিন আগে। এ কারণে এলাকা দুটিতে গণপরিবহণ, রিকশা-ভ্যান, ইজিবাইক, সিএনজিসহ সব ধরনের পরিবহন ব্যবস্থা বন্ধের পাশাপাশি সব ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া লকডাউন এলাকাগুলোতে  আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে।

টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকার মানুষ যেভাবে লকডাউন মেনে চলছে তাতে আশা করা যাচ্ছে সংক্রমণের হার কমে আসবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: