শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মাহিন্দা

 প্রকাশিত: ১৮:১২, ৯ আগস্ট ২০২০

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মাহিন্দা

শ্রীলংকায় সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন দেশটির পদুজানা পেরামুনা দলের নেতা মাহিন্দা রাজাপাকসে। চতুর্থবারের মতো দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। রবিবার শ্রীলংকার রাজধানী কলম্বোর উপকণ্ঠে কেলানিয়া বৌদ্ধ মন্দিরে মাহিন্দার ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি।

গত ৫ আগস্ট শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি আসনে বিজয়ী হয়েছে রাজাপাকসের দল। চলতি সপ্তাহের শেষের দিকে মাহিন্দার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহন করবে বলে জানা গেছে।

এর আগে ২০০৯ সালে দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে দেশটির বিদ্রোহী সংগঠন তামিল টাইগার ইলম’কে পরাজিত করার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন মাহিন্দা রাজাপাকসে। ফলে দেশটির সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ব্যাপক জনপ্রিয় তিনি। এছাড়া দেশটির রাজনীতিতেও তার বেশ প্রভাব রয়েছে।

জানা গেছে, ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহিন্দা রাজাপাকসে। ২০০৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাহিন্দা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: