শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ইসলাম

কিভাবে কাজা নামাজ আদায় করবেন?

 প্রকাশিত: ১৬:৫৫, ২৩ জুন ২০২১

কিভাবে কাজা নামাজ আদায় করবেন?

প্রশ্ন:আমি একজন গাড়ি চালক। কাজা নামাজ বিষয়ে কিছু জানতে চাই। যেমন :   আমার জোহরের নামাজ ছুটে গেছে। গাড়ি চালাচ্ছিলাম, লকডাউনের কারণে সব মসজিদ বন্ধ ছিল। একপর্যায়ে আসরের সময় এসে যায়। এখন জোহরের নামাজ কীভাবে আদায় করব? আসরের নামাজের পর কি জোহরের ফরজ আদায় করা শুদ্ধ হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: যদি আপনি সাহিবে তারতীব হয়ে থাকেন (অর্থাৎ আপনার দায়িত্বে ছয় ওয়াক্তের কম নামাজের কাজাপড়া বাকি থাকে), তা হলে প্রথমে জোহরের কাজা পড়বেন, তার পর আসরের ফরজ আদায় করবেন।  

আর সাহিবে তারতীব না হয়ে থাকলে প্রথমে আসরের ফরজ আদায় করে পরবর্তীতে জোহরের কাজা পড়ে নিলেও শুদ্ধ হয়ে যাবে। উল্লেখ্য, যদি রাস্তাঘাটে মসজিদ খোলা না পাওয়া যায়, তবু দোকানপাট বা অন্য কোথাও সময়মতো নামাজ আদায় করে নেওয়া উচিত।

সাধারণত গাড়িচালকের জন্য এটি খুব সহজ। সর্বোচ্চ চেষ্টা করা যেন কোনো অবস্থাতেই নামাজ কাজা না হয়। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া থেকে অনুবাদ- তাহমিদ বিন ইকরাম

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: