শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

 প্রকাশিত: ১৬:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২১

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

খুলনা বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এই অঞ্চলে চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সোমবার জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২০ পাস হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি উত্থাপন করেন এবং এটি কণ্ঠভোটে পাস হয়।

বিলের উদ্দেশ্য অনুসারে স্নাতকোত্তর চিকিৎসক এবং চিকিৎসা বিষয়ে গবেষক তৈরি করার পাশাপাশি এ অঞ্চলের মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নের জন্য খুলনা বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা জরুরি।

রাজশাহী, চাটগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সঙ্গে মিল রেখে এই বিলটি তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।

খুলনা বিভাগের সব সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এবং মেডিকেল শিক্ষার সঙ্গে সম্পর্কিত অন্যান্য ইনস্টিটিউট এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে।

বিলে গবেষণা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার মানসমূহ এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা, বিল, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে গত ১৯ জানুয়ারি সংসদে এটি উত্থাপন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বিলটি উত্থাপন করলে এটিকে আরো যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: