শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি বন্ধ

 প্রকাশিত: ১০:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি বন্ধ

নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন

শিমুলিয়া-বাংলাবাজার পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

 শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানান তিনি।

আহমেদ আলী বলেন, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে  শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। মাঝ পদ্মায় দুইটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল বলে জানান তিনি। 

এদিকে, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দুই শতাধিক যানবাহন নৌপথ পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: