শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গ্রিসের ছয়টি যুদ্ধবিমানকে ধাওয়া করেছে তুরস্ক

 প্রকাশিত: ২০:০৪, ৩০ আগস্ট ২০২০

গ্রিসের ছয়টি যুদ্ধবিমানকে ধাওয়া করেছে তুরস্ক

ভূমধ্যসাগরে জলসীমা ও খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রিস-তুরস্কের উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এথেন্সের ছয়টি যুদ্ধবিমান ‘গ্রিক এফ-১৬ জেট’কে ধাওয়া করেছে আঙ্কারা।

দিন কয়েক আগে এই ধাওয়ার ঘটনা ঘটলেও সংবাদমাধ্যমে তা প্রকাশ্যে আসে শনিবার। গ্রিসের যুদ্ধ বিমানকে ধাওয়া করার একটি ভিডিও ফুটেজ শুক্রবার প্রকাশ করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যাচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে তুরস্কের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাচ্ছে গ্রিসের বিমান। নিজেদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিতে বিমানগুলোতে ধাওয়া করছে তুরস্কের বিমান।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, এফ-১৬ যুদ্ধবিমানগুলো গ্রিসের ক্রিতে আইল্যান্ড থেকে উড়াল দিয়েছিল। এগিয়ে যাচ্ছিল সাইপ্রাসের দক্ষিণাঞ্চলের দিকে।

শুক্রবার রাতে তুরস্ক একটি বিবৃতিতে, শনিবার থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম সাইপ্রাস অঞ্চলে সামরিক মহড়া পরিচালনার জন্য নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছে। এর মধ্য দিয়ে তুরস্ক ভূমধ্যসাগরে নিজেদের সরব উপস্থিতি আরও জোরদারের বার্তা দেবে ধারণা করা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: