বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান

গোপনে ব্যবহারকারী হ্যান্ডসেটের ক্যামেরার সব দেখছে ইনস্টাগ্রাম

 প্রকাশিত: ১৮:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২০

গোপনে ব্যবহারকারী হ্যান্ডসেটের ক্যামেরার সব দেখছে ইনস্টাগ্রাম

 গোপনে ব্যবহারকারী হ্যান্ডসেটের ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সব কিছুই দেখছে ইনস্টাগ্রাম —সম্প্রতি এমন অভিযোগ উঠে এসেছে এক মামলায়।

অভিযোগ তুলেছেন নিউ জার্সির বাসিন্দা ব্রিটানি কনডিটি নামে ইনস্টাগ্রাম ব্যবহারকারী। বৃহস্পতিবার সানফ্রান্সিসকোর আদালতে এ নিয়ে একটি মামলা দায়ের করেছেন তিনি। বলা হচ্ছে, ইনস্টাগ্রাম অ্যাপের সাহায্যে ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সবসময়ই রীতিমত ভিডিও নজরদারি করা হচ্ছে!

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক মামলার সঙ্গে জুলাইয়ের ওই ঘটনাটির সম্পৃক্ততা রয়েছে।

ফেসবুকের বিরুদ্ধেও এর আগে এমন অভিযোগ উঠেছিল গত জুলাইয়ে। অনেকের ধারণা, যখন অ্যাপটি ব্যবহার করা হয় তখনই হয়তো এই অনধিকার চর্চা বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণ করা হতো। কিন্তু এখানেই শেষ না; ব্যবহারকারীরা যেই মুহূর্তে অ্যাপ ব্যবহার থেকে বিরত ছিল, তখনও তাদের স্মার্টফোনের ক্যামেরা অ্যাপের নিয়ন্ত্রণে ছিল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: