শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘গুলাবে’ উত্তাল সাগর, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত

 প্রকাশিত: ১০:২২, ২৬ সেপ্টেম্বর ২০২১

‘গুলাবে’ উত্তাল সাগর, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট  গভীর নিম্নচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় এটির নাম রাখা হয়েছে ‘গুলাব’। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘গুলাব’ আগের চেয়ে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমটিার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

আর কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটা আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার, আকারে ৮৮  কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

এদিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: