বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুদামে ২১ মেট্রিক টন সরকারি চাল, পালাতক কালোবাজারি

 প্রকাশিত: ২৩:০১, ২১ অক্টোবর ২০২০

গুদামে ২১ মেট্রিক টন সরকারি চাল, পালাতক কালোবাজারি

জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পালিয়ে গেছে কালোবাজারিরা।

র‌্যাব-১৪ এর অধিনায়ক এমএম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের গুদামে অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারির উদ্দেশ্যে ওই ঘরে মজুদ রাখা খাদ্যবান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে গেছে।

পিংনা বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবির ও মজিবর চাল ব্যবসায়ী। তারা চালগুলো কোথা থেকে এনেছে করেছে তা আমরা জানি না। তবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের যোগসাজশে তারা ওই চাল রাতের আঁধারে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: