শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু

 প্রকাশিত: ১৬:০৯, ১৬ মে ২০২১

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু

রবিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৫০ জন। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। 

খবরে আরো বলা হয়, রবিবারও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দু'টি আবাসিক ভবন ধসে পড়েছে।

জানা গেছে, নতুন করে সংঘাতের শুরুটা হয়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর থেকে। এরপর ইসরায়েলের 'জেরুজালেম দিবস' পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা বাতিল হয়ে গেছে। এর আগে বুধবারও ওই বৈঠক আটকে দেয়া হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: