বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে ৫০ জন ডাক্তারের মৃত্যু

 প্রকাশিত: ১৪:৫৯, ১৮ মে ২০২১

করোনায় ভারতে একদিনে ৫০ জন ডাক্তারের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে ৫০ জন ডাক্তারের মৃত্যু হয়েছে। ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে গত রোববার ৫০ জন ডাক্তারের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪৪ জন ডাক্তার। এর মধ্যে বিহারে সবচেয়ে বেশি ৬৯ জন। এছাড়াও, উত্তর প্রদেশে ৩৪ জন ও দিল্লিতে ২৭ চিকিৎসক মারা গেছেন।

ভারতে এ পর্যন্ত ৯৮০ ডাক্তার মারা গেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রথম ঢেউয়ে দেশটিতে মারা গেছেন ৭৩৬ জন চিকিৎসক। দ্বিতীয় ঢেউয়ে মারা যাওয়া ডাক্তারদের মধ্যে মাত্র তিন শতাংশ টিকার পুরো ডোজ নিয়েছিলেন।

গত পাঁচ মাস ধরে পরিচালিত টিকাদান কর্মসূচির মধ্যে এখন পর্যন্ত ৬৬ শতাংশ স্বাস্থ্যকর্মী টিকার উভয় ডোজ নিয়েছেন। আইএমএ বলেছে, ডাক্তারদের টিকা নিতে উৎসাহিত করতে তারা সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইএমএ আরও জানিয়েছে, কোভিডের কারণে এ পর্যন্ত এক হাজার চিকিৎসক মারা গেছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আইএমএ কেবল তাদের প্রায় সাড়ে তিন লাখ সদস্যের রেকর্ড রাখে। ভারতে ১২ লাখেরও বেশি চিকিৎসক রয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: