শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ইসলাম

গল্পের ছলে শিশুর মনে গেঁথে দিন কোরবানির মাহাত্ম্য

 প্রকাশিত: ১০:২০, ৭ জুলাই ২০২১

গল্পের ছলে শিশুর মনে গেঁথে দিন কোরবানির মাহাত্ম্য

অনেক বাবা-মাই আছেন যারা সন্তানের কাছে কুরবানির মাহাত্ম্য উপস্থাপন করতে যেয়ে দ্বিধায় পড়ে যান। কেন আমরা কুরবানী দেই এবং হযরত ইবরাহীম (আ) এর নিজ সন্তান ইসমাঈল (আ) কে আল্লাহর আদেশে কুরবানী দেয়ার গল্প বলতে যেয়ে খেই হারিয়ে ফেলেন। আমরা কীভাবে সন্তানদের কাছে ঈদুল আযহা ও তাঁর তাৎপর্য আলোচনা করবো তা নিয়েই আমাদের আজকের আয়োজন-

আসুন, সবসময়ের চেয়ে একটু ভিন্নভাবে চিন্তা করি। আপনারা যারা জানতে চান "কীভাবে আমার সন্তানকে ঈদ সম্পর্কে শিক্ষা দিবো।" তাদেরকে বলছি- কয়েক সেকেন্ডের জন্য একটু থামুন... কীভাবে শিক্ষা দিবো? আমরা যদি আসলেই আমাদের কথাগুলো, আমাদের মূল্যবোধ আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে চাই তাহলে অবশ্যই গঠনমূলক উপায়ে শিখাতে হবে। কয়েকটি বিষয় মনে রাখলে বিষয়টি আপনার জন্য সহজ হবেঃ

সন্তানদের কাছে ইবরাহীম (আ) এর গল্প বলার আগে বরং চলুন ওদেরকেই ছোট্ট একটু কাজ দেই। ওরা নিজেরাই লেগে পড়ুক ইবরাহীম (আ) এর গল্পটি খুঁজে বের করতে।
ঈদ উপলক্ষে শিশুদের নিয়ে আনন্দমুখর পরিবেশে পারিবারিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করুন। ঈদ নাশিদা ও অন্যান্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তুলুন।
কাবা শরীফ, চাঁদসহ বিভিন্ন ছবি এঁকে ঈদকার্ড তৈরিতে আপনার সন্তানকে সাহায্য করুন।
টিনেইজ সন্তানদের নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গার ঈদ আয়োজন এবং উৎসব নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনের আয়োজন করতে পারেন। 
 

মহান আল্লাহ আমাদের প্রত্যেকের দুয়া কবুল করুন এবং আমাদের ভালো কাজগুলোর জন্য আখিরাতে পুরস্কৃত করুন। আপনার জন্য রইলো আন্তরিক দুয়া ও শুভকামনা! ঈদ মুবারক! 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: