বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

 প্রকাশিত: ১০:৩৭, ২১ জানুয়ারি ২০২১

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

করোনাভাইরাস মহামারির প্রকোপ গ্রীষ্মে কিছুটা কমলেও শীতে আবার হুহু করে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায়করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১‌৭ হাজার ২৯৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫ জন। মারা গেছেন ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা আক্রান্ত ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন। করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৯০৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনা আক্রান্ত ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৮৯৩ জন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: