বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গত দেড় বছরে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

 প্রকাশিত: ০৯:২৩, ৮ সেপ্টেম্বর ২০২১

গত দেড় বছরে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে  মাত্র দু’জনের মৃত্যু হয়েছে। গত দেড় বছরে এই করোনা ইউনিটে এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া দু’জনের মধ্যে একজন রাজশাহীর। অন্যজন চাঁপাইনবাবগঞ্জের।

 পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও  বলেন , গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৮ জন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: