শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খেলাফত মজলিসের করোনা পরীক্ষার ফি প্রত্যাহারের দাবি

 প্রকাশিত: ১৩:০৮, ৩ জুলাই ২০২০

খেলাফত মজলিসের করোনা পরীক্ষার ফি প্রত্যাহারের দাবি

করোনা পরীক্ষার ফি নির্ধারণকে একটি গণ বিরোধী সিদ্ধান্ত মন্তব্য করে তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সরকার কোভিড- ১৯ এর আরটি-পিসিআর পরীক্ষায় জন্য বুথ থেকে বা হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহনের জন্য ৫০০টাকা ফি নির্ধারণ করেছে।

সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে খেলাফত মজলিসের নেতৃদ্বয় বলেছেন, কোভিড-১৯ টেস্টের জন্য সরকারী ফি নির্ধারণ একটি গণ বিরোধী সিদ্ধান্ত। টেস্টে ফি আরোপের মাধ্যমে সরকার কোভিড টেস্ট নিরুৎসাহিত করে কি করোনার বিস্তার ঘটাতে চায়? বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে কোভিড টেস্টে মানুষ নিরুৎসাহিত হবে। বিশেষকরে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ উপসর্গ থাকার পরেও অর্থাভাবে টেস্ট করাতে পারবে না। এতে দেশে করোনার বিস্তার আরো বৃদ্ধি পাবে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে বেশী বেশী টেস্ট করতে হবে, যাতে সংক্রমিতদের আলাদা করে করোনার বিস্তার রোধ করা যায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: