বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালের সীমানা ঘেঁষে কোনো স্থাপনা গড়া যাবে না: ব্যারিস্টার তাপস

 প্রকাশিত: ১৯:২৪, ২০ জানুয়ারি ২০২১

খালের সীমানা ঘেঁষে কোনো স্থাপনা গড়া যাবে না: ব্যারিস্টার তাপস

খালের সীমানা ঘেঁষে কোনো স্থাপনা গড়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে জিরানি খাল পরিদর্শনের সময় মেয়র এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে রেকর্ড অনুযায়ী মেপে খালের সীমানা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, খালগুলো দীর্ঘদিন ধরে দখল অবস্থায় রয়েছে, সার্ভে অনুসারে হয়তো পুরোটা দখলমুক্ত করতে পারবো না। আমরা কিছুটা দখলমুক্ত করতে পারলেও পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নিশ্চিত করতে পারি। ফলে ঢাকাবাসীকে আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারবো বলে আশাবাদী।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: