বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কোচবিহারের বালাভূতে বিএসএফ-এর গুলিতে কিশোর নিহত

 প্রকাশিত: ১৮:৩১, ১০ আগস্ট ২০২০

কোচবিহারের বালাভূতে বিএসএফ-এর গুলিতে কিশোর নিহত

পাচারকারী সন্দেহে কোচবিহারের বালাভূতে বিএসএফ-এর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশকে ঘিরে রাতভর বিক্ষোভ করে গ্রামবাসীরা। রবিবার রাতে তুফানগঞ্জের বালাভূতের ছড়ার পার এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৭০ থেকে ৮০টি গরু ওই এলাকায় জড়ো করে পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে  বিএসএফ-এর ৬২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সেখানে যায়। বিএসএফ পৌঁছাতেই বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

সেইসময় ওই যুবক বাড়ির সামনে ঘুরছিল। তাকে বাড়ির সামনে দেখতে পেয়েই পাচারকারী সন্দেহে বিএসএফ গুলি করে বলে স্বজনরা অভিযোগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। 

গ্রামবাসীদের দাবি, যেখানে ঘটনা ঘটেছিল সেখান থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। ওই কিশোর তাঁতের শাড়ি তৈরির কাজ করতেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত বিএসএফ-এর তরফে কোনো বক্তব্য জানা যায়নি। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: