শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি-কে সর্বোচ্চ সম্মানে মনোনীত করেছে চীন

 প্রকাশিত: ২২:০৫, ২৪ জুন ২০২১

উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি-কে সর্বোচ্চ সম্মানে মনোনীত করেছে চীন

চীনের উহান শহরের যে ল্যাব থেকে মহামারি করোনাভাইরাস তৈরি করাসহ বিশ্বজুড়ে ছড়ানো হয়েছে বলে অনেকেরই অভিযোগ, সেই ল্যাবকেই এবার বিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় সর্বোচ্চ সম্মানে মনোনীত করেছে চীন। চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ‘চাইনিজ় অ্যাকাডেমি অব সায়েন্স’ বেছে নিয়েছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি-কে। 

ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস রোধে বিস্তারিত ও শৃঙ্খলা মেনে অনেক দিন ধরে গবেষণার জন্যই এই স্বীকৃতি। শুধু উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজিকেই নয়, বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রতিষ্ঠানের প্রধান শি ঝেংলি-কেও। চীনে তাকে ‘ব্যাটওম্যান’ বলা হয়।

এদিকে বিশ্বের একটি বড় অংশেরই ধারণা, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই করোনা ছড়িয়েছে এবং এর সঙ্গে ‘ব্যাটওম্যান’খ্যাত বিজ্ঞানী শি ঝেংলিরও সম্পর্ক রয়েছে। তবে তা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। এছাড়া চীনও শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: