শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

কৃষকদের জন্য আরো তিন হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যংকের প্রণোদনা

 প্রকাশিত: ২০:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

কৃষকদের জন্য আরো তিন হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যংকের প্রণোদনা

কৃষি খাতের জন্য নতুন করে আরো তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, এ প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংক থেকে চার শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষকরা। ব্যাংক এ প্রণোদনা প্যাকেজ থেকে এক শতাংশ হার সুদে তহবিল পাবে। এর সঙ্গে আরো তিন শতাংশ বাড়তি নিয়ে তারা ঋণ বিতরণ করতে পারবে। ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে (১২ মাস + গ্রেস পিরিয়ড ছয় মাস)।

এর আগে ২০২০ সালের এপ্রিলে কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ওই তহবিলের মেয়াদ গত জুনে শেষ হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: