মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশার পথে উত্তর কোরিয়া

 প্রকাশিত: ২১:২১, ৯ এপ্রিল ২০২১

তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশার পথে উত্তর কোরিয়া

তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক দুর্দশায় পড়তে যাচ্ছে উত্তর কোরিয়া। বিষয়টি সরাসরি স্বীকার না করলেও দেশটির নেতা কিম জং উন ‘কঠিন সংকট’ মোকাবিলায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দলের এক সম্মেলনে সম্ভাব্য সংকট মোকাবিলায় এ আহ্বান জানান কিম।

১৯৯০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে কর্মীদের উদ্দেশে ওয়াকার্স পার্টি অফ কোরিয়ার শীর্ষ নেতা কিম বলেন, “সংকট থেকে নাগরিককে মুক্তি দিতে আরেকটি ‘কষ্টসাধ্য যাত্রা’ মোকাবিলা করতে হবে আমাদের।”

১৯৯০ সালে উত্তর কোরিয়ায় মর্মান্তিক দুর্ভিক্ষ দেখা দেয়। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় দেশটি খাদ্য ঘাটতির মুখে পড়ে। খাদ্য আমদানি ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা, বন্যা ও খরা পরিস্থিতি আরও বিপর্যস্ত করে তোলে। খাদ্যের অভাবে প্রাণ হারায় ৩০ লাখের মতো মানুষ। 

করোনাভাইরাস মহামারির ফলে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। ফলে চীনের সঙ্গে বাণিজ্য এ মুহূর্তে বন্ধ। এ ছাড়া পরমাণু কর্মসূচি পরিচালনার কারণে আগে থেকেই আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা বলবৎ উত্তর কোরিয়ায়।

দেশটির প্রধান খাদ্য ভুট্টার মূল্য কেজিতে এতো বেড়েছে যে, তা অনেকের এক মাসের আয়েরও বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক বলেন, দুই মাস ধরে চীন থেকে প্রায় কোনো খাবারই উত্তর কোরিয়ায় যায়নি। সীমান্তবর্তী এলাকায় কয়েকজন এরই মধ্যে অনাহারে মারা গেছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: