শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে জাতীয় বাজেটে

 প্রকাশিত: ০৬:৪০, ২৪ জুন ২০২১

কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে জাতীয় বাজেটে

২০২০-২১ অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রেখেছিল সরকার। আর যে কারণে করোনা মহামারির মধ্যেও অর্থের প্রবাহ বাড়ে, কিছুটা হলেও স্বাভাবিক ছিল অর্থনীতির চাকা। সংসদে দেয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তথ্য মতে, অর্থবছরের গত ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে ১ হাজার ৩৮৬ কোটির বেশি কালো টাকা সাদা করা হয়েছে। যদিও অপর একটি সূত্র মতে, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১০ হাজার ৪০০ জন করদাতা অপ্রদর্শিত সম্পদ রিটার্নে প্রদর্শন করে ১৪ হাজার ৪০০ কোটি টাকা আয়কর দিয়েছেন। ফলে, করোনাকালে দেশের অর্থনীতিতে পুঁজি প্রবাহ বেড়েছে। অর্থমন্ত্রীর দেয়া গত ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, এর মধ্যে ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করে ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। এর ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বেড়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে। পাশাপাশি আবাসন খাতেও অনেকে বিনিয়োগ করেছেন। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে আনতে চায় সরকার। আর তাই আগামী অর্থবছরের বাজেটেও পুঁজিবাজার ও আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে। পূর্বের নিয়মে নিয়মিত করের অতিরিক্ত ১০ শতাংশ কর দিয়ে প্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করতে হবে। পুঁজিবাজার ও আবাসন খাতে টাকা বিনিয়োগ করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো সংস্থা প্রশ্ন করবে না- এ মর্মে আয়কর অধ্যাদেশেও সংশোধনী আনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: