শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে আগ্রহী তুরস্ক

 প্রকাশিত: ০৯:২৪, ১৭ অক্টোবর ২০২১

কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে আগ্রহী তুরস্ক

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে তালেবানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় তুরস্ক। তবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি প্রশ্নে এখনই আঙ্কারা কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, তার সরকার আফগান জনগণের সঙ্গে তালেবান সরকারের আচরণ পর্যবেক্ষণের পরই কেবল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।তিনি শনিবার আঙ্কারায় এক বক্তব্যে বলেছেন, অতীতেও তুরস্ক কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করেছে। কাজেই বর্তমানে আবার সেখানে তুর্কি সেনা মোতায়েনে কোনো আপত্তি থাকার কথা নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: