বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কলকাতাকে হারিয়ে চতুর্থ আইপিএল শিরোপা জিতল চেন্নাই

 প্রকাশিত: ০৯:৫৮, ১৬ অক্টোবর ২০২১

কলকাতাকে হারিয়ে চতুর্থ আইপিএল শিরোপা জিতল চেন্নাই

ফাইনালে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে ২৭  রানে হারিয়ে আইপিএলে চতুর্থ শিরোপা জিতল চেন্নাই।
  
দুবাইয়ে আজ ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সাকিবের কলকাতাকে। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেস আয়ার। এই দুজনের ৯১ রানের জুটি ভাঙে শার্দুল ঠাকুরের বলে আয়ার (৫০) রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিলে। আয়ার আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইনআপ।
 
শুভমান গিল দিপক চাহারের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে করেছেন ৫১ রান। এই দুজনের পরের ৬ ব্যাটারের রান ছিল মোবাইলের ডিজিটের মতো ০,২, ৪,৯, ০,২। এর মধ্যে আছেন সাকিবও। রানের খাতা খোলার আগেই জাদেজার বলে এলবিডব্লু হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও ব্যর্থ এউইন  মরগান (৪)। ৯১ থেকে ১২৫ করতেই ৮ উইকেট হারায় কলকাতা। সাকিবের দল ম্যাচ থেকেও ছিটকে যায়। চেন্নাইয়ের বোলিং তোপে শেষ পর্যন্ত কলকাতার ইনিংস থামে ৯ উইকেটে ১৬৫ রানে।

এর আগে প্রথম ইনিংসে ফাফ ডু প্লেসির ৮৬, রবিন উথাপ্পার ১৫ বলে ৩১ আর শেষ দিকে মঈন আলীর ২০ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংসে ১৯২ রানের সংগ্রহ দাড় করেছিল চেন্নাই। চেন্নাইয়ের ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের প্রথম বলেই ফিরতে পারতেন ডু প্লেসি। ওই ওভারে ২ রানে জীবন পাওয়া ডু প্লেসি পরে খেলেছেন ৮৬ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। সাকিবের বলে দিনেশ কার্তিক ডু প্লেসি স্ট্যাম্পিং করতে পারলে ম্যাচের ছবিটাই হয়তো বদলে যেত! তবে শেষ পর্যন্ত সেটি অবশ্য হয়নি।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: