বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় সহায়তার জন্য চীনের স্বাস্থ্যকর্মীদের একটি দল হংকং-এ

 প্রকাশিত: ২১:০১, ৩ আগস্ট ২০২০

করোনায় সহায়তার জন্য চীনের স্বাস্থ্যকর্মীদের একটি দল হংকং-এ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সহায়তার জন্য চীনের মূলভূখণ্ড থেকে স্বাস্থ্যকর্মীদের একটি দল হংকং-এ পৌঁছেছে। সাত সদস্য বিশিষ্ট এই দলটি করোনা পরীক্ষায় সহায়তার করবে। হংকংয়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই প্রথমবারের মতো সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের দল পাঠালো চীন।

চীনের এই উদ্যোগে শঙ্কা প্রকাশ করেছেন হংকংয়ের স্থানীয় কাউন্সিলররা। তাদের মতে, নজরদারি বাড়ানোর জন্য এমন উদ্যোগের মাধ্যমে হংকংয়ের বাসিন্দাদের ডিএনএ’র নমুনা সংগ্রহ করতে পারে চীনের স্বাস্থ্যকর্মীরা। তবে স্থানীয় কাউন্সিলরদের এই দাবি প্রত্যাখান করেছে হংকং সরকার।

গত জুন মাসে হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করেছে চীন সরকার। এরপর থেকেই হংকংয়ের গণতন্ত্রকামীদের সঙ্গে চীন সরকারের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 

স্বাস্থ্যকর্মীদের দলের সদস্যরা বেশিরভাগ চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের সরকারি হাসপাতালের। করোনার গণ পরীক্ষার ক্ষেত্রে সহায়তা করবেন তারা। হংকং সরকারের অনুরোধেই স্বাস্থ্যকর্মীদের এই দলটি গঠন করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: