শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

 প্রকাশিত: ২১:০২, ২০ মার্চ ২০২১

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ভ্যাকসিন নেয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।

শনিবার একটি টুইটবার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত একটি কনফারেন্সে ছিলেন ইমরান খান। যেখানে বড় সংখ্যক প্রতিনিধি ছিলেন। সেখানে তিনি বিনা মাস্কেই সেই কনফারেন্সে ভাষণ দিয়েছিলেন। একই কায়দায় গরিবদের জন্য আবাসন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার আগেরদিন অবশ্য নিজেই করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছিলেন। গত বৃহস্পতিবার করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছিল, আজ প্রধানমন্ত্রী ইমরান খানকে ভ্যাকসিন দেয়া হয়েছে। মহামারীর তৃতীয় স্রোতের (ওয়েভ) প্রেক্ষিতে যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে পাকিস্তানের আমজনতার জন্য ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। চীনা ভ্যাকসিন নিয়ে প্রথম সারির করোনা যোদ্ধারা উদ্বেগ প্রকাশ করায় প্রবীণদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে ইমরানকে চীনা ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম। চীনের ভ্যাকসিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-৫ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ডকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: