শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

করোনাভাইরাস: যে পদক্ষেপ নেয়া যেতে পারে মানুষের সাহায্যে

 প্রকাশিত: ১০:২৩, ১৫ জুলাই ২০২১

করোনাভাইরাস: যে পদক্ষেপ নেয়া যেতে পারে মানুষের সাহায্যে

সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ। বাংলাদেশও নেই এর বাইরে। করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ে আমাদের উচিত সচেতনতা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।

পাশাপাশি পৃথিবীব্যাপী এ দুর্যোগের মুহূর্তে নিজেকে বাঁচিয়ে যথাসাধ্য মানুষকে সাহায্য করা। মানুষকে সাহায্যের কিছু করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলে।

১. স্বজন, বন্ধু ও অন্যদের খোঁজ রাখুন
দুর্যোগের এ মুহূর্তে সব সময় পরিবার, স্বজন, বন্ধু-বান্ধবসহ অন্য পরিচিত লোকের খোঁজ রাখুন। ঝুঁকিতে থাকা স্বজনদের ঘরেই থাকতে বলুন এবং প্রয়োজনে তাদের বাজারসহ ঘরের বাইরের অন্যান্য কাজ নিজে করে দিন।

২. দরিদ্র ও অভাবগ্রস্থদের সাহায্য করুন
দুর্যোগের এই মুহূর্তেও যাদের দিনে উপার্জন না করলে না খেয়ে থাকতে হবে, এমন লোকদের সাহায্যে এগিয়ে আসুন। তারা যাতে নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারে, এজন্য তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করুন। খাবার, পানীয়সহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সরবরাহ করুন। আশ্রয়হীনদের জন্য নির্দিষ্ট একটি আশ্রয়ের ব্যবস্থার জন্য চেষ্টা করুন।

 ৩. প্রতিবেশীর প্রয়োজনে সাহায্য করুন
দুর্যোগপূর্ণ এ সময়ে প্রতিবেশীদের খোঁজ রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্যে এগিয়ে আসুন। পাশাপাশি ঝুঁকিতে থাকা কোনো ব্যক্তি থাকলে তাকে ঘরে থাকতে অনুরোধ করুন এবং তার ঘরের বাইরের প্রয়োজন নিজেই পূরণ করে দিন।

৪. অসুস্থ হলে যথাযথ পদক্ষেপ নিন
কারো যদি অসুস্থ হওয়ার সংবাদ পান, তবে যত দ্রুত সম্ভব যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি অসুস্থ ব্যক্তি যাতে যথার্থ চিকিৎসা পান এবং অন্যকেউ যাতে তার দ্বারা সংক্রমিত না হন, সে লক্ষ্যে পদক্ষেপ নিন।

 ৫. নিজে সতর্ক হন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে অন্যকে সাহায্যের জন্য সবচেয়ে জরুরি হলো নিজে সতর্ক হওয়া। আপনি যদি বয়স্ক বা দুর্বল স্বাস্থ্যের হন, তবে আপনার উচিত সম্পূর্ণ নিজের ঘরে অবস্থান করা। পাশাপাশি সবল ও যুবকদেরও উচিত হবে না, অযথা ঘরের বাইরে বের হওয়া। কেননা আপনি যদি আক্রান্ত হন, তবে আপনার দ্বারা আপনার স্বজন ও অন্যরাও আক্রান্ত হতে পারে। যদি একান্তই বের হতে হয়, তবে যথাযথ সুরক্ষা নিয়ে বের হন। অন্যদের প্রয়োজন পূরণেও সতর্কতা বজায় রাখুন। ঘরের বাইরে থেকে এসে পরিচ্ছন্ন হন।

আল্লাহ আমাদের সকলকে এ দুর্যোগ কাটিয়ে ওঠার শক্তি দান করুন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: