বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

করোনা ভাইরাসের ভবিষ্যৎ এবং আমাদের করণীয়

 প্রকাশিত: ১৪:২২, ৮ জুলাই ২০২১

করোনা ভাইরাসের ভবিষ্যৎ এবং আমাদের করণীয়

অনেক বিশেষজ্ঞদের ধারণা। করোনা কখনোই দূরীভূত হবে না এবং মানুষকে সেটা মেনে নিয়েই জীবনযাপন করতে হবে। যেমন- ফ্লু বা নিউমোনিয়া দূরীভূত হয়নি, কিন্তু আল্লাহর দয়ায় ভ্যাকসিনের মাধ্যমে তার প্রভাব কমে গেছে। প্রতি বছর ফ্লু এবং নিউমোনিয়ায় অনেক বয়স্ক লোকের মৃত্যু হলেও স্বাভাবিক জীবন থেমে থাকেনি। করোনা ভাইরাসের বেলায় হয়তো তাই হবে। এ ব্যাপারে আল্লাহই সর্বাধিক অবগত। 

 

মুমিনের করণীয়: 


রোগ-বালাই হয় বিপদ, না হয় পরীক্ষা। মুমিনের জন্য উভয়টি কল্যাণকর। হয় আল্লাহ এর দ্বারা মুমিনের গুনা মাফ করে দেন অথবা তার  ছবরের পরীক্ষা নিয়ে থাকেন।  তাই মুমিনের এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। মহান আল্লাহ চাইলে করোনা দিয়েও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। আবার চাইলে করোনা না দিয়েও মৃত্যু দান করতে পারেন। একমাত্র জীবন দানকারী ও মৃত্যু দানকারী সত্তা তিনিই।  আমাদের তাঁর উপরই ভরসা রাখা উচিত।  নিজ নিজ তাক্বদীরের উপর বিশ্বাস মজবুত করা উচিত। যাতে আমরা মারা গেলেও সঠিক ঈমানের উপর মারা যেতে পারি। কেননা আজ হোক কাল যাক আমাদের মৃত্যুবরণ করতেই হবে।  বেঁচে থাকা সফলতা নয়; ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারাটা চূড়ান্ত সফলতা। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু দান করুন- আমিন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: