শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ

 প্রকাশিত: ১৬:০২, ২৯ জুলাই ২০২১

করোনা টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ টিকা নিতে ৩০ থেকে কমিয়ে সর্বনিম্ন ২৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ ‘সুরক্ষা’য় বিষয়টি যুক্ত করা হয়েছে।‘সুরক্ষা’ অ্যাপে বয়স কমানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে, দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরো বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। সেই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়।

এরপর দ্বিতীয় দফায় কমিয়ে করা হয় ৪০ বছর। গত  ৫ জুলাই  তৃতীয় দফায় টিকাগ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। পরে গত ১৯ জুলাই চতুর্থ দফায় তা আরো কমিয়ে করা হয় ৩০ বছর।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: