বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

করোনা আতঙ্কের মধ্যে কাল শুরু সংসদ অধিবেশন

 প্রকাশিত: ১০:২০, ৩১ মার্চ ২০২১

করোনা আতঙ্কের মধ্যে কাল শুরু সংসদ অধিবেশন

অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। করোনার  (ভ্যাকসিন) নেওয়ার পরও অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ঘটছে মৃত্যুও। তাই টিকা নেওয়ার পরও সংসদ অধিবেশনে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক

 সদস্যদের করোনা নেগেটিভ সনদের মেয়াদ থাকবে ৪৮ ঘন্টা। আর করোনাভাইরাস সংক্রমণ উর্ধ্বগতির কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) শুরু হতে যাওয়া এই অধিবেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। এই অধিবেশন সংক্ষিপ্ত হবে, যা সর্বোচ্চ ৫ থেকে ৬ দিন চলতে পারে। অধিবেশনে ১০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণ উর্ধ্বগতির মুহূর্তে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বৃহস্পতিবার (১ এপ্রিল) বসবে। সাধারণত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হলেও করোনা মহামারির কারণে গত পাঁচটি অধিবেশনের মতো এবারো ওই কমিটির বৈঠক হচ্ছে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে স্পিকার অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করবেন। তবে জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন থাকায় এই অধিবেশন আগামী সপ্তাহেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: