শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা আক্রান্তরা নেগেটিভ হলেই সুস্থ নয়

 প্রকাশিত: ০৯:৫৭, ১৪ জানুয়ারি ২০২১

করোনা আক্রান্তরা নেগেটিভ হলেই সুস্থ নয়

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নেগেটিভ রিপোর্ট আসলেই যে তারা সুস্থ হয়ে গেছেন, এটা ঠিক নয়। করোনামুক্ত হওয়ার পর দুই থেকে তিন মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, নেগেটিভ রিপোর্ট আসার পরও হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, ব্রেনসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে দেশের এক শ্রেণির ডাক্তার ও রোগীদের অবহেলায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে।


এদিকে করোনায় আক্রান্ত রোগীরা বিলম্বে ডাক্তারের কাছে যান। উপসর্গ থাকলেও দেরি করে পরীক্ষা করেন। পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসার পর দেখা যায়, তার আগেই এই ভাইরাস নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ৫০ থেকে ৮০ ভাগ ক্ষতি করে ফেলেছে। এক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।


চিকিৎসক গবেষকেরা জানান, কোভিড-১৯ মানবদেহের এমন কোনও অঙ্গ নেই যার ক্ষতি না করছে। ফুসফুস তো বটেই, এমনকি লিভার, হৃদপিণ্ড, কিডনি, মস্তিষ্ককেও ছাড়ছে না করোনা ভাইরাসের এবারের প্রজাতি। সব থেকে বড় সমস্যা হচ্ছে—অধিকাংশ ক্ষেত্রেই শরীরের এই ক্ষতিটা বোঝা যাচ্ছে করোনা নেগেটিভ হওয়ার সপ্তাহখানেক পর থেকে। এই সমস্যা কারো কারো আরও পরে হয়। অতি সন্তর্পণে কোষের মধ্যে ঢুকে তা আত্মগোপন করে থাকে। ধীরে ধীরে কোষগুলোর ক্ষতি করতে থাকে। নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ৫০ থেকে ৮০ ভাগ ক্ষতি করে থাকে। রক্ত জমে চাকা চাকা হয়ে যায়। হার্ট ও ব্রেন স্ট্রোক হতে পারে। তাই করোনা নেগেটিভ হওয়া মানেই কিন্তু পুরোপুরি রোগমুক্তি নয়। প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান করোনায় আক্রান্ত হওয়ার পর টানা দুই বার তার নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু অভিযোগ রয়েছে, মিজানুরের নেগেটিভ রিপোর্ট আসার পরবর্তী চিকিত্সা ব্যবস্থাপনায় মারাত্মক ত্রুটি ছিল। সঠিক চিকিত্সা ব্যবস্থাপনা অনুসরণ করা হয়নি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: