শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকশা না মেনে ভবন নির্মাণ করায় ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে সিডিএ

 প্রকাশিত: ২২:২৩, ২৪ জুন ২০২১

নকশা না মেনে ভবন নির্মাণ করায় ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে সিডিএ

নকশা না মেনে ভবন নির্মাণ করায় একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকার সামার হোল্ডিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে এ অভিযান শুরু হয়।

এতে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন, ১০ তলার অনুমতি নিয়ে ১৪ তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অবৈধ অংশের ফ্ল্যাট বিক্রিও হয়েছে। ফলে নকশা বহির্ভূত ও অনুমোদনহীন অংশটুকু ভেঙে ফেলা হচ্ছে।

এর আগে, জাল জালিয়াতির মাধ্যমে ভবন নির্মাণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. জানে আলমকে ১০ লাখ টাকা জরিমানাসহ ফৌজদারী কার্যবিধি অনুযায়ী শাস্তির নির্দেশ দিয়েছিল আদালত। ওই সময় সিডিএকে ভবনটির অবৈধ অংশটি ভেঙে ফেলার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এর পরিপ্রেক্ষিতে ৭ জুন উচ্ছেদ ও অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করে সিডিএর ভ্রাম্যমাণ আদালত।

কিন্তু একইদিন বিকেলে ভবন মালিক আদালতের স্থগিতাদেশ নিয়ে এলে থেমে যায় অভিযান। পরবর্তীতে উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে সেই স্থগিতাদেশ তুলে নেয় আদালত।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: