শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হজ্জে জরিমানার বিধান করেছে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়

 প্রকাশিত: ১২:৩০, ১৪ জুলাই ২০২০

হজ্জে জরিমানার বিধান করেছে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়

করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরের হজ্জ সীমিত আকারে পালন করা হবে। অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু মানুষ চলতি বছর হজ্জ করার সুযোগ পাচ্ছেন। এর বাইরে কেউ এলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার বিধান করেছে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়।

সৌদি মন্ত্রণালয় থেকে জরিমানার এই বিধান ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। যদি কেউ একবার হজ্জ পালনের পর দ্বিতীয়বার হজ্জ চলাকালীন ওই এলাকায় প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে ২০ হাজার রিয়াল  জরিমানা করা হবে।

মন্ত্রণালয় থেকে স্থানীয়দের হজ্জ চলাকালীন এইসব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। এক ঘোষণালয় বলা হয়, হজ্জের সময় ঘনিয়ে আসলে মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে দেয়া হবে। সে সময় অনুমতি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হবে না। যদি কেউ সেই চেষ্টা করে তাহলে বাহিনীর সদস্যরা উপযুক্ত ব্যবস্থা নেবে।

করোনাভাইরাসের সংকটের কারণে এ বছর সীমিত আকারে পালন করা হবে হজ্জ। সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পাচ্ছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই হজ্জ পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে সৌদি আরবে অবস্থানরত বিদেশি ও দেশটির নাগরিকরা এই সুযোগ পাবেন। অর্থাৎ এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজ্জে অংশ নিতে পারবে না। গড়ে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ্জে অংশ নিলেও এবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: