শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

বিজ্ঞান

কথা বলা যাবে এবার আলোকরশ্মির মাধ্যমে!

 প্রকাশিত: ১৭:৫২, ২৪ জুন ২০২১

কথা বলা যাবে এবার আলোকরশ্মির মাধ্যমে!

বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে তার ছাড়াই সংযোগ স্থাপন বা যোগাযোগ করা যায় অনেক কিছুতেই। বেতারের পর এখনকার জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন তার মধ্যে অন্যতম একটা ডিভাইস। যদিও এখনও টেলিফোন লাইন, ডিস ও বিদ্যুৎ সংযোগের অন্যতম উপায় হচ্ছে তার। কিন্তু যেসব স্থানে টেলিফোন লাইনের সংযোগে সমস্যা বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন পড়তে হয় নানা সমস্যায়। এসব সমস্যার সমাধানে নতুন একটি ডিভাইস উদ্ভাবন করেছেন সাদ্দাম উদ্দিন আহমদ শুভ্র নামে ময়মনসিংহের এক যুবক।

তিনি উদ্ভাবন করেছেন লেজার টকি নামে হ্যাকপ্রুফ একটি ডিভাইস। যার মাধ্যমে কথা বলা যাবে কোনওরকম তারের সংযোগ ছাড়াই। তবে এ ক্ষেত্রে লাগবে আলোক মাধ্যম। আলোক রশ্মি যতদূর পৌঁছবে, লেজার টকির সাহায্যে তার ছাড়া ততদূরই যোগাযোগ করা সম্ভব হবে।

বিশেষ করে ঝড়-ঝঞ্জা, সাইক্লোনকবলিত এলাকার লোকজনের জন্য এই উদ্ভাবনটি খুব উপকারে আসবে। ঝড়-সাইক্লোনের পর ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও টেলিফোন লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে যোগাযোগ করা যাবে হ্যাকপ্রুফ এই লেজার টকির সাহায্যে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: