শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে দেশের প্রথম পর্যটন বাস

 প্রকাশিত: ১৬:৪৪, ২৮ এপ্রিল ২০২০

কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে দেশের প্রথম পর্যটন বাস

পর্যটন বাসের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের কোনো ছবি। পর্যটন বাসে চড়ার জন্য সেসব দেশে যেতে হবে না। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চালু হচ্ছে পর্যটন বাস।


বুধবার থেকে চালু হচ্ছে এ সার্ভিস। পর্যটন বাস ছাড়া হবে সকাল ৯টায় কলাতলী থেকে। মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাবে এটি। আবার একই রুটে ফিরে আসবে পর্যটন বাস।

 

জানা গেছে, পর্যটন বাস প্যাকেজ হিসেবে পরিচালিত হবে। জনপ্রতি দু’হাজার টাকার এ প্যাকেজে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স ও দর্শনীয় স্থানগুলো দেখানো অন্তর্ভূক্ত থাকবে। পর্যটন বাসে ওয়াইফাই, লাইব্রেরী, ওয়াশরুমও থাকছে।

 

পর্যটন বাসেযেতে যেতে দেখবেন- একপাশে সবুজ পাহাড়, ওপাশে নীল সমুদ্র। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র  সৈকত ছুঁয়ে এ মেরিন ড্রাইভ সড়ক এরই মধ্যে বিশ্বের দীর্ঘতম সড়ক খেতাব পেয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: