শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

কওমী মাদরাসার বিষয়ে সরকারী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন

 প্রকাশিত: ১৭:০০, ২৬ আগস্ট ২০২০

কওমী মাদরাসার বিষয়ে সরকারী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন

কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

 

http://www.tmed.gov.bd/sites/default/files/files/tmed.portal.gov.bd/notices/5d0d2264_843c_4e37_aba2_52751031e29e/Letter%20146%20(madrasa%20Section).pdf

 

এ সম্পর্কে কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে অফিস সম্পাদক মুহাম্মাদ অসিউর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান’ নামে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২৫/৮/২০২০) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: