বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

টোকিও ২০২০ অলিম্পিকে ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি

 প্রকাশিত: ২০:৫৮, ৮ জুন ২০২১

টোকিও ২০২০ অলিম্পিকে ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি

টোকিও অলিম্পিকের সংবাদ সংগ্রহের জন্য আগত বিদেশী সাংবাদিকদের পর্যবেক্ষনে ব্যবহার করা হবে জিপিএস প্রযুক্তি। গেমসের সভাপতি সেইকো হাশিমুতু মঙ্গলবার একথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারব তারা বিধিবিধান মেনে চলছে কিনা।

করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২০ অলিম্পিক এক বছর পর ফের শুরুর বাকি আর মাত্র ছয় সপ্তাহের মত। আয়োজকরা চেস্টা করছেন কঠোর বিধিনিষেধ আরোপের মাধ্যমে মানুষকে করোনা ভাইরাসের শংকামুক্ত রেখে এই মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে।

গেমসের সংবাদ সংগ্রহের জন্য জাপান সফর করতে যাওয়া আনুমানিক ৬ হাজার সাংবাদিককে এই বিষয়ে বিস্তারিত তালিকা সরবরাহ করা হবে, যেখানে নির্দেশনা থাকবে প্রথম দুই সপ্তাহ তারা ক্রীড়া ভেন্যু ও হোটেলসহ কোন কোন স্থান সফর করতে পারবেন। 

টোকিও ২০২০ গেমসের প্রধান সেইকো হাসিমোতো বলেন, এজন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং প্রযুক্তি। যার মাধ্যমে তারা সঠিক নির্দেশনা মানছেন কিনা সেটি নজরদারী করা হবে।

নির্ধারিত হোটেলগুলো ব্যবহারের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পুর্বপরিকল্পিত ৩৫০টি হোটেলের পরিবর্তে গেমসে আগত সাংবাদিকদের জন্য এখন ১৫০টি হোটেল নির্ধারণ করা হয়েছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষনে রাখার চেস্টা করার আহ্বান জানান এই গেমস প্রধান।

গেমসে অংশগ্রহনকারী অ্যাথলেটদেরও কঠিন নিয়ম কানুনের মধ্যে যেতে হবে। সেই সঙ্গে প্রতিদিন অংশ নিতে হবে কোভিড টেস্টে। 

এর মধ্যে ইভেন্টে বিদেশী দর্শক আগমন নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় ভাবে কি পরিমন দর্শক গেমস দেখতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে এই মাসের শেষ ভাগে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: