শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

এশিয়ার শেয়ার দর বাড়াল বাইডেনের অভিষেক

 প্রকাশিত: ১৩:৪৫, ২১ জানুয়ারি ২০২১

এশিয়ার শেয়ার দর বাড়াল বাইডেনের অভিষেক

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আরো প্রণোদনা পাওয়ার আশায় বেড়ে গিয়েছে এশিয়ার শেয়ার বাজারগুলোতে শেয়ারের দর। বৃহস্পতিবার শেয়ারের রেকর্ড দরবৃদ্ধি হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন। নতুন প্রশাসনের এ পরিকল্পনার সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও।

বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। তবে প্রণোদনা প্যাকেজটি পাস করতে সিনেটের রিপাবলিকান সদস্যদের সমর্থনের দরকার পড়বে তাদের।

স্যাক্সো ক্যাপিটাল মার্কেটের গ্লোবাল ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট কে ভ্যান-পিটারসেন বলেন, সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরো প্রণোদনার সম্ভাবনার কেবল ইঙ্গিতই দেয় না, এটি একই সঙ্গে বিস্তৃতিও বোঝায়। এর অর্থ শেয়ারের দর আরো বাড়বে। আমরা আরো ত্বরান্বিত অ্যাসেট ক্লাস মূল্যস্ফীতির দিকে যাচ্ছি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: